IQNA

তিউনিসিয়ায় কুরআন অবমাননাকারীর বিচার

22:33 - May 09, 2020
সংবাদ: 2610751
তেহরান (ইকনা)- তিউনিসিয়ার বিচার বিভাগ ঘোষণা করেছে, পবিত্র কুরআন অবমাননার অভিযোগে অভিযুক্ত আমিনা আল শারকির বিচার ২৮শে মে অনুষ্ঠিত হবে।

বিচার বিভাগ ঘোষণা করেছে, আমিনা আল শারকির বিরুদ্ধে পবিত্র জিনিস অবমাননা, উত্তম নৈতিকতা লঙ্ঘন ও সহিংসতা প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে।

তিউনেশিয়ার মেয়ে আমিনা আল শারকি সোমবার সামাজিক মিডিয়ায় “সূরা করোনা” শিরোনামে একটি উক্তি ব্যক্তি করেছে। এই উক্ত ব্যবহার করে আমিনা পবিত্র কুরআনের অবমাননা করেছে। এরফলে সেদেশের জনগণ তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এ ব্যাপারে আমিনার আইজীবী ইনাস আল তারাবুলসি বলেন: আমার ক্লায়েন্টকে তিউনিসিয়ার পুলিশ তলব করেছে এবং প্রসিকিউটরের অফিস ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

তিনি বলেন: আমিনা আল-শারকিকে তিউনিসিয়ান সংবিধানের ৬ অনুচ্ছেদের অধীনে বিচার করা হবে। এতে সংযম ও সহনশীলতার মূল্যবোধ বিস্তৃত করা, পবিত্রতা রক্ষা করা এবং অপমান নিষিদ্ধ করা, সহিংসতা ও বিদ্বেষের উসকানি দেওয়া এবং তাকফিরের দাওয়াত নিষিদ্ধসহ প্রমুখ বিষয়ে সরকারের প্রতি প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হয়েছে।


আমিনা আল শারকির ২৮শে মে তিউনিশিয়ার ফার্স্ট ইনস্ট্যান্স কোর্টের ফৌজদারি আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

এদিকে আমিনা আল শারকি তার ফেসবুক পেজে দাবি করেছে যে তার এই পদক্ষেপটি কুরআনের বিকৃতি নয়, কারণ তিনি ইসলামের পবিত্র জিনিসের কথা উল্লেখ করেননি। iqna

 

captcha