IQNA

পাকিস্তানে অনলাইনে কুরআন ও আজান প্রতিযোগিতা

5:02 - May 12, 2020
সংবাদ: 2610768
তেহরান (ইকনা): পাকিস্তানের একটি কুরআনিক সেন্টার অনলাইনে কুরআন এবং আজান প্রতিযোগিতা করার পরিকল্পনা করেছে।

এই প্রতিযোগিতা সেদেশের বেলুচিস্তানের ‘নূরুল বেলায়েত’ কুরআনিক সেন্টারের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতা আগামী সোমবার থেকে শুরু হবে। (আন্তর্জাতিক ক্বারিদের) তিলাওয়াতে তাকলীদ বিভাগে সেদেশের অনূর্ধ্ব ১৩ শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়াও তিলাওয়াতের আহকাম এবং তাজবিদ রেওয়ায়েত করে হুসনি তিলাওয়াত বিভাগে শুধুমাত্র অনূর্ধ্ব ১৪ ছেলেরা অংশগ্রহণ করতে পারবে। এই বিভাগ সূরা বনি ইসরাইলের ৯ থেকে ১২ আয়াত, সূরা কাহাফের ১০৭ থেকে ১১৫ আয়াত এবং সূরা আহজাবের ৪৫ থেকে ৪৭ আয়াত পর্যন্ত তিলাওয়াত করতে হবে।

উল্লেখ্য যে, এই সেন্টারের পক্ষ থেকে শীঘ্রই প্রাপ্তবয়স্কদের জন্যেও কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। iqna

 

captcha