IQNA

ভিডিও | মোস্তফা ইসমাইলের নাতির সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত

22:55 - May 15, 2020
সংবাদ: 2610786
তেহরান (ইকনা)- মিশরের অন্যতম ক্বারি মরহুম মোস্তাফা ইসমাইলের নাতি আলা হাসানী সম্প্রতি এক মাহফিলে সূরা কাহফের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছেন।

আলা হাসানী আয়ের উৎস হিসাবে কুরআন তিলাওয়াতকে বেছে না নেওয়ার বিষয়ে বলেন: আমি এই ইস্যুটি একচেটিয়া দেখেছি যে, প্রতিটি কুরআনিক সেন্টারে এক অথবা দু’জন শাইখ (কুরআনের দক্ষ ক্বারি ও হাফেজ) রয়েছে এবং এই বিষয়টি তারা অনন্য বলে মনে করেন। অন্যদিকে, আমার পরিবারের কোন সদস্য আমাকে এই পথে চলতে উৎসাহিত করেননি।

এই ভিডিওতে মোস্তাফা ইসমাইলের নারী সূরা কাহফের ১০৭ থেকে ১১০ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন। iqna

 

captcha