IQNA

খুলে দেওয়া হলো হযরত মাসুমা (সা. আ.)এর পবিত্র মাজারের দরজা

19:54 - May 25, 2020
সংবাদ: 2610845
তেহরান (ইকনা): করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য ইরানের পবিত্র নগরী কোমে অবস্থিত হযরত মাসুমা (সা. আ.)এর পবিত্র মাজার জিয়ারতকারীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিলো।

নবী করিম (সা.)এর আহলে বায়েত (আ.)এর অষ্টম নক্ষত্র ইমাম রেজা (আ.)এর বোন হযরত মাসুমা দরজা খোলা এবং পবিত্র রমজান মাস সফলভাবে শেষ করার জন্য এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পবিত্র মাজারের দরজা খোলা হয়েছে।

এই অনুষ্ঠানে বক্তৃতা পেশ করেছেন হযরত আয়াতুল্লাহ সাইদী, আয়াতুল্লাহ ইয়াজদী, আয়াতুল্লাহ হোসেইনী বুশাহরী, আয়াতুল্লাহ সাইয়্যেদ খাতামী, আয়াতুল্লাহ ফাকিহী, সর্বোচ্চ নেতার কোমের দপ্তরের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদী আরাকী। iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha