IQNA

ক্ষুদে ক্বারির বড় স্বপ্ন + ভিডিও

21:46 - June 02, 2020
সংবাদ: 2610891
তেহরান (ইকনা): মিশরের কাফর আল-শাইখ প্রদেশের একটি গ্রামে আট বছর বয়সী এক ছেলে সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করে সকলকে মুগ্ধ করেছেন।

আট বছরের এক মিশরীয় শিশু “ওমর ইমাদ আলী মনসুর” তৃতীয় শ্রেণিতে পড়েন এবং কাফর আল-শেখ প্রদেশের একটি গ্রাম থেকে বিশ্বায়নের পথে যাত্রা শুরু করেছেন।

তিন বছর বয়সে থেকে ওমর ইমাদ আলী মনসুর কুরআন মুখস্থ করতে শুরু করেন। একদিনে মিশরের কুরআনিক রেডিও এবং টেলিভিশনে কুরআন তিলাওয়াত এবং ছোট হওয়া সত্ত্বেও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি।

তিনি বলেন যে, বাল্যকাল থেকেই তার চাচা “শেখ আহমদ তালাল” তাকে কুরআনের প্রতি আকৃষ্ট করেছে এবং কুরআন মুখস্থ করতে তাকে উৎসাহিত করেছে।

তিনি মিশরের প্রসিদ্ধ ক্বারি শেখ আবদুল বাসিত আবদুল সামাদ, শেখ খলিল আল-হুসারী এবং শেখ মোস্তফা ঘালাউশ সহ মিশরের অন্যান্য বিখ্যাত ক্বারিদের অনুসরণ করেন।

তিনি গুরুত্বারোপ করে বলেন, কাফর আল-শেখ প্রদেশের গ্রামগুলোয় কুরআনের প্রতিভাতে পূর্ণ। এসকল প্রতিভাকে খুঁজে বের করে বিকশিত করতে হবে।

মিশরের এই শিশু ক্বারির কুরআন তিলাওয়াত, তাওয়াশি ও দোয়ার পড়ার ভিডিওটি নীচে প্রচার করা হল:  iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* :