IQNA

এবছর থাইল্যান্ডের হাজীদের জন্য হজ স্থগিত

19:48 - June 09, 2020
সংবাদ: 2610931
তেহরান (ইকনা): করোনভাইরাসের প্রাদুর্ভাবের কারণে থাইল্যান্ডের মুসলমানদের জন্য এ বছর হজ স্থগিত করা হয়েছে।

থাইল্যান্ডে প্রতি বছর হজের কাজ সেদেশের ধর্ম মন্ত্রণালয় করে থাকে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে: এ বছর হজের জন্য মোট ৮ হাজার মুসলমান নিজেদের নাম নিবন্ধন করেছিলেন। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ৫ হাজার ৭০০ জন মুসলমান পরবর্তী বছর হজ পালনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এরমধ্যে এক হাজার জন হজযাত্র বাতিল করেছে। নাম নিবন্ধনকৃত মোট ৮ হাজার জনের মধ্যে মাত্র ১৩০০ জন হজে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

এ বছর যদি হজ অনুষ্ঠিত হয় তাহলে থাইল্যান্ড থেকে মাত্র ১৩০০ জন হাজি ওহীর দেশে যাবেন। হজযাত্রীদের অবশ্যই সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।iqna

 

captcha