IQNA

আফগানিস্তানে শের শাহ সুরি মসজিদে রক্তক্ষয়ী হামলা

19:09 - June 12, 2020
সংবাদ: 2610950
তেহরান (ইকনা): আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে ইমামসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে।

শহরের পশ্চিম অংশে অবস্থিত শের শাহ সুরি মসজিদে বোমাটি আগেই পেতে রাখা ছিল, জুমার নামাজ শুরুর পর তাতে বিস্ফোরণ ঘটে। নিহত ইমামের নাম হচ্ছে মৌলভি আজিজুল্লাহ।

চলতি মাসের শুরুর দিকেও একটি মসজিদে এ ধরনেরই একটি হামলার ঘটনা ঘটেছে। ওই হামলার দায় স্বীকার করেছিল দায়েশ বা আইএসের সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী। ওই গোষ্ঠীটি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহার থেকে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে।

বিজ্ঞ আলেমরা বলছেন, কোনো মুসলমান পবিত্র মসজিদে এভাবে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে না। ইসলামের শত্রুরাই কেবল এ ধরনের হামলা চালিয়ে থাকতে পারে।

এখনো পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। iqna

captcha