IQNA

দখলদারদের জন্য হিজবুল্লাহর বার্তা: আমরা অধিকৃত ফিলিস্তিনের গভীরতায় হামলা করতে সক্ষম

21:07 - June 20, 2020
সংবাদ: 2610993
তেহরান (ইকনা): ইহুদিবাদী ইসরাইলের শাসনকর্তার উদ্দেশ্যে এক ভয়েস বার্তায় লেবাননের হিজবুল্লাহর মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন: হিজবুল্লাহ কেবল তেল আবিবই নয়, বরং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের যে কোনও অংশে হামলা করতে সক্ষম।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সামরিক সংবাদ ওয়েবসাইট আরবি এবং হিব্রু উভয় ভাষায় “কাজ শেষ হয়েছে” শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে। এই অডিও বার্তায় হিজবুল্লাহর মহাসচিব ইহুদিবাদী ইসরাইলের উদ্দেশ্যে বলেছে: হিজবুল্লাহ অধিকৃত অঞ্চলগুলোর গভীরতা হামলা করতে সক্ষম।

অডিও বার্তায় সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন: আজ আমরা কেবল তেল আবিবই নয়, বরং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের যে কোনও অংশকে নিজেদের লক্ষ্যবস্তু করতে সক্ষম।

সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ গুরুত্বারোপ করে বলেছেন: ইহুদিবাদী সরকার যতই চেষ্টা করুক না কেন, ইসলামি প্রতিরোধের সামরিক অগ্রগতিকে থামাতে সক্ষম হবে না এবং কাজ শেষ হয়ে গিয়েছে! iqna

 

captcha