লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সামরিক সংবাদ ওয়েবসাইট আরবি এবং হিব্রু উভয় ভাষায় “কাজ শেষ হয়েছে” শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে। এই অডিও বার্তায় হিজবুল্লাহর মহাসচিব ইহুদিবাদী ইসরাইলের উদ্দেশ্যে বলেছে: হিজবুল্লাহ অধিকৃত অঞ্চলগুলোর গভীরতা হামলা করতে সক্ষম।
অডিও বার্তায় সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন: আজ আমরা কেবল তেল আবিবই নয়, বরং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের যে কোনও অংশকে নিজেদের লক্ষ্যবস্তু করতে সক্ষম।
সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ গুরুত্বারোপ করে বলেছেন: ইহুদিবাদী সরকার যতই চেষ্টা করুক না কেন, ইসলামি প্রতিরোধের সামরিক অগ্রগতিকে থামাতে সক্ষম হবে না এবং কাজ শেষ হয়ে গিয়েছে! iqna