IQNA

ডেনমার্কের ইসলামবিরোধী রাজনীতিবিদের তিন মাসের কারাদণ্ড

21:20 - June 26, 2020
সংবাদ: 2611028
তেহরান (ইকনা): ডেনমার্কের একটি আদালত সেদেশের ইসলামবিদ্বেষী রাজনীতিবিদ ও আইনজীবী রাসমুস প্যালুডানকে তিন মাসের জেল ও তিন বছর আইনি কাজের অধিকার থেকে বঞ্চিত করেছে।

ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এপর্যন্ত বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণকারী ডানপন্থী স্ট্রাম কুরস দলের নেতা রাসমুস প্যালোডেনকে শাস্তি দেওয়া হয়েছে।


ডেনিশের একটি আদালত বিদ্বেষমূলক বক্তব্য এবং বর্ণবাদের অভিযোগে প্যালুডানকে তিন মাসের কারাদণ্ড এবং তিন বছর আইনি কাজের অধিকার থেকে বঞ্চিত করেছে।

 

এর আজে প্যালুডান পবিত্র কুরআন পুড়িয়ে মুসলমানের পবিত্র জিনিসের অবমাননা করেছে। এরফলে সেদেশের জনগণসহ বিশ্বের বিভিন্ন দেশের জনগণ ক্ষুব্ধ হয়ে তার এই অপরাধমূলক কর্মের তীব্র নিন্দা জানিয়েছে।

 

প্যালুডান কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে এবং ধর্মীয় ও বর্ণ বৈষম্য সৃষ্টির কারণে ২০১৯ সালের ১৯শে এপ্রিলে হাজার হাজার মুসলমান রাস্তায় নেমে বিক্ষোভ করে। iqna

 

captcha