IQNA

21:02 - July 10, 2020
সংবাদ: 2611114
তেহরান (ইকনা): করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বন্ধ হয়ে যাওয়া সিঙ্গাপুরের আল-আনসার মসজিদটি আবারও চালু হয়েছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য আধিকারিকদের মতে, কোভিড -১৯ আক্রান্ত এক ব্যক্তির উপস্থিতির কারণে আল-আনসার মসজিদ বন্ধ করা হয়েছিল। ঐ ব্যক্তি ২৬শে জুন থেকে ২য় জুলাই পর্যন্ত আসরের নামাজ আদায়ের জন্য মোট ৮ বার এই মসজিদে উপস্থিত হয়েছিল।

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে, মসজিদটি পরিষ্কার ও জীবাণুমুক্ত করার জন্য মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত বন্ধ ছিল।

সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, মসজিদে উপস্থিত হওয়া অন্যান্য মুসল্লিগণ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তবে, সিঙ্গাপুরের ইসলামিক ধর্মীয় কাউন্সিল বলেছে, যারা এই সময়ের মধ্যে আল-আনসার মসজিদে উপস্থিত হয়েছেন, সতর্কতা অবলম্বনের জন্য তারা যেন আগামী ১৪ দিন তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করেন।

২৬ শে জুন থেকে, সিঙ্গাপুরের প্রায় সমস্ত মসজিদে আবার জমায়েতের সাথে নামাজ আদায় করা হয়েছে এবং শুক্রবারে জুমার নামাজ’ও অনুষ্ঠিত হয়েছে। তবে এরমধ্যে নিয়মানুযায়ী এসকল মসজিদে ৫০ জনের অধিক মুসল্লি উপস্থিত ছিলেন না। iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: