IQNA

তিউনিসিয়ায় দায়েশের এক সদস্যের গ্রেপ্তার

20:09 - July 21, 2020
সংবাদ: 2611180
তেহরান (ইকনা): তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের এক সদস্যের গ্রেপ্তার হওয়ার খবর জানিয়েছে। এই সন্ত্রাসী সেদেশের নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

তিউনিশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে ঘোষণা করেছে: দেশের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর উপর সন্ত্রাসী অভিযানের পরিকল্পনা করতে গিয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-এর একটি উপাদান গ্রেপ্তার হয়েছে।

এই মন্ত্রণালয় ঘোষণা করেছে: নিরাপত্তা বাহিনীর অভিযানের ফলে ঐ সন্ত্রাসীর হামলার পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে: আইএস সন্ত্রাসবাদী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত তাকফিরি এই ব্যক্তি সেদেশের দক্ষিণাঞ্চলে একটি প্রদেশের দহল পুলিশের উপর বোমা হামলা চালানোর পরিকল্পন করেছিল। তবে, সঠিক সময়ে অর্থাৎ হামলা চালানোর আগেই নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারের সময় তার নিকট থেকে বোমা তৈরি করার প্রাথমিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এদিকে শনিবার তিউনিশিয়ার বিচার বিভাগ দায়েশের অপর এক সন্ত্রাসীকে কারাদণ্ডে দণ্ডিত করেছে। এই সন্ত্রাসীও সেদেশের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানো পরিকল্পনা করেছিল।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৯ জুলাই ঘোষণা করেছে, বেশ কয়েকজন সন্ত্রাসী এদেশের সরকারী ভবনসমূহ ও পর্যটন কেন্দ্রসমূহে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের এই হামলার পরিকল্পনা নস্যাৎ করে তাদের গ্রেপ্তার করেছে।

২০১১ সালের মে মাস থেকে আফ্রিকান দেশ তিউনিসিয়ায় অসংখ্য সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসকল সন্ত্রাসী হামলায় কয়েক ডজন নিরাপত্তা ও সামরিক কর্মী এবং বেশ কয়েকজন বিদেশী পর্যটক নিহত হয়েছেন। iqna

captcha