IQNA

0:01 - August 02, 2020
সংবাদ: 2611248
তেহরান (ইকনা): হজের মূল আনুষ্ঠানিকতা বা কার্যক্রম শেষ হওয়ার পথে। এখনো পর্যন্ত কোনো হাজি করোনায় সংক্রমিত হননি। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ডা. মুহাম্মদ আল-আবদালি জানান, হাজিদের করোনায় আক্রান্তের কোনো ঘটনা ঘটেনি। জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে এমন রোগেও কেউ সংক্রমিত হননি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তালাল আল-শালহুব জানিয়েছেন, হাজিরা আরাফার ময়দানে দাঁড়ানো থেকে শুরু করে মুজদালিফায় অবস্থান পর্যন্ত সব কিছু নিরাপদে, সুরক্ষিত অবস্থায় এবং প্রশান্তির সঙ্গে সব আনুষ্ঠানিকতা পালন করেছেন।
সূত্র: daily-bangladesh

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: