IQNA

19:07 - August 18, 2020
সংবাদ: 2611338
তেহরান ইকনা: সম্প্রতি বাহরাইনের রাজধানীর মানামার একটি দোকানে গণেশের মূর্তি ভাঙার দৃশ্য ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওয় দেখা যায় যে, বাহরাইনের এক নারী সেদেশের রাজধানী মানামার একটি দোকানে গণেশের মূর্তি দেখে রাগান্বিত হয়ে সেগুলো ভাঙ্গতে শুরু করে। মূর্তিগুলো ভাঙ্গার সময় তিনি বলেন: "এটি ইসলামী দেশ, এখানে কি কেউ এই মূর্তির পূজা করে? iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: