IQNA

জায়নিবাদী সূত্রের দাবি;

অধিকৃত ফিলিস্তিনে রকেট হামলা

0:05 - August 19, 2020
সংবাদ: 2611342
তেহরান (ইকনা): জায়নিবাদী সংবাদ সূত্র দাবি করেছে, গাজা থেকে অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানো হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল মঙ্গলবার রাতে ঘোষণা করেছে: প্রতিরোধ দলগুলো গাজার নিকটে অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের একটি শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইহুদিবাদী শাসনব্যবস্থার সংবাদ সূত্রগুলো এই দাবি করেছে। অথচ বিগত কয়েক দিন থেকে প্রতি রাতে ইসরাইলি সেনারা গাজায় বোমা বর্ষণ করছে।

গত বৃহস্পতিবার দখলদার ইসরাইল ও আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে একটি চুক্তিতে সই করেছে। এই চুক্তির পর থেকে প্রতি রাতেই গাজায় হামলা চালানো হচ্ছে। iqna

captcha