IQNA

ইন্দোনেশিয়ায় হোসেইনি আবেগ + ছবি

2:51 - August 23, 2020
সংবাদ: 2611365
তেহরান (ইকনা): ইন্দোনেশিয়ার জাকার্তা ইসলামিক সেন্টার স্বাস্থ্য প্রোটোকল অনুসরণ করে মুহাররমের প্রথম রাত থেকেই ইমাম হুসাইন (আ.)এর শাহাদাতের শোকানুষ্ঠান পালন করে আসছে।

মুহাররম মাসের প্রথম রাত থেকেই ইন্দোনেশিয়ার জার্কাতা ইসলামিক সেন্টারে (ICC) শিয়া ও আহলে বায়েত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই শোকানুষ্ঠানে আহলে বায়েত (আ.) বিশেষ করে ইমাম হুসাইন (আ.)এর মুসিবতের আলোকে বক্তৃতা পেশ করছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আব্দুল মাজিদ হাকিম এলাহী।


জাকার্তার ইসলামিক সেন্টারের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আব্দুল মাজিদ হাকিম এলাহী শায়ায়েরুল্লাহ প্রতি গুরুত্বারোপ করে আশুরার বিপ্লবকে জীবিত রাখতে সাইয়্যেদুশ শোহাদার পতাকা স্থাপনের কথা হবে।


এই শোকানুষ্ঠানে উপস্থিত সকলে স্বাস্থ্য প্রোটোকল বিশেষ করে সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহার করেছেন। iqna

 

captcha