IQNA

20:45 - August 25, 2020
সংবাদ: 2611378
তেহরান (ইকনা): বিশ্বের সকল জোরাস্ট্রিয়ানগণ ইমাম হুসাইন (আ।)-এর প্রতি বিশেষ ভক্তি পোষণ করেন। এমনকি তারা মহররম মাসে ইমাম হুসাইন (আ.)এর শোকানুষ্ঠানে উপস্থিত হন।

জোরাস্ট্রিয়ানগণ বিভিন্নভাবে ইমাম হুসাইন (আ.)-এর প্রতি ভক্তি প্রদর্শন করেন। মহররম ও সাফার মাসে আহলে বাইত (আ.) এবং তৃতীয় ইমাম হযরত হুসাইন (আ.)এর সম্মানে বিবাহ অনুষ্ঠান হয় না।

কেউ কেউ কবিতা রচনা করে ইমাম হুসাইন (আ.) এবং তাঁর বিশ্বস্ত সাহাবীদের প্রতি ভালবাসা ও ভক্তি প্রকাশ করেছেন। iqna

 

 

ইমাম হুসাইন (আ.)-এর শোক অনুষ্ঠানে জোরাস্ট্রিয়ান নেতা আরদেশির খোরশিদিয়ার উপস্থিতি

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: