IQNA

পবিত্র আশুরা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীর টুইট

0:02 - September 01, 2020
সংবাদ: 2611405
তেহরন (ইকনা): ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইমাম হুসাইন (আ.) কে শ্রদ্ধা জানিয়েছেন। রোববার (৩০ আগস্ট) পবিত্র আশুরা উপলক্ষে পোস্ট করা এক টুইটার বার্তায় মোদি বলেছেন, সত্য ও ন্যায়ের প্রতি অবিচল ছিলেন নবী মোহাম্মদ (সা.) এর এই দৌহিত্র ইমাম হোসেন (আ.)।

টুইটারে মোদি লিখেছেন, ''আমরা ইমাম হুসাইনের আত্মত্যাগকে স্মরণ করি। তার কাছে সত্য ও ন্যায়ের মূল্যবোধের থেকে অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ ছিল না। সাম্য ও ন্যায়ের প্রতি তার অঙ্গীকার অনেকের জন্যই প্রেরণার।''

দিকে ভারতীয় গণমাধ্যম জানায়, দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে মোদি সংখ্যালঘুদের আস্থা অর্জনের লক্ষ্য 'সব কা বিশ্বাস'-এর মন্ত্র নিয়েছিলেন। তবে লোকসভা নির্বাচনে জয়ের পর সংখ্যালঘুদের আস্থা অর্জনের কথা বললেও গত এক বছরের বেশি সময় ধরে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপ সংখ্যালঘুদের আতঙ্কিত করেছে বলে অভিযোগ রয়েছে। এমন সময়েই আশুরা উপলক্ষে টুইট করলেন তিনি।

উল্লেখ্যে যে, ভারতে সাড়ে ২২ কোটি মুসলমানের মধ্যে প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ শিয়া। iqna

ট্যাগ্সসমূহ: ভারত ، ইমাম ، হুসাইন ، মুসলমান
captcha