খবরে বলা হয়, ইসলাম ধর্মালম্বীদের জন্য শূকর খাওয়া নিষি'দ্ধ। কিন্তু ফ্লোরিডার ক্রোম ব'ন্দি শিবিরে তাই খাওয়াতে বাধ্য করা হচ্ছে মুসলিম ব'ন্দিদের। শিবিরটিতে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) প্রদত্ত সকল প্রকার হালাল খাবার হয়তো মেয়াদোত্তীর্ণ বা ন'ষ্ট থাকে। এমতাবস্থায় শূকর খেতে বাধ্য হচ্ছেন মুসলিম ব'ন্দিরা।
আইনজীবীদের সংগঠন মুসলিম এডভোকেটস অ্যান্ড আমেরিকানস ফর ইমিগ্রেশন জাস্টিস জানিয়েছে, দুই বছরেরও বেশি সময় ধ'রে ন'ষ্ট খাবার খেতে দেওয়া হচ্ছে ক্রোম ব'ন্দি শিবিরে।
সূত্র: mtnews24