তিনি আরবি দৈনিক আত-তিয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ''মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি খার্তুম সফরে গিয়ে সুদান সরকারকে এই প্রস্তাব দিয়েছেন।
পম্পেও সুদান সরকারকে বলেছেন, আন্তর্জাতিক স'ন্ত্রা'সবাদে সুদানের কথিত সমর্থনের কারণে দেশটির যে নাম আমেরিকার সন্ত্রা'সবাদের কালো তালিকায় রয়েছে তা কা'টাতে হলে ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে। পম্পেও এই দু'টি বিষয়কে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মন্তব্য করেন।''
সূত্র : পার্সটুডে