IQNA

সন্ত্রাসী হামলায় দামেস্কের গ্র্যান্ড মুফতির মৃত্যু

11:07 - October 23, 2020
সংবাদ: 2611681
তেহরান (ইকনা): সিরিয়ার এনডোমেন্টস মন্ত্রণালয় ঘোষণা করেছে, কাদিসা শহরে বোমা বিস্ফোরণে দামেস্কের বিশিষ্ট আলেম ও মুফতি শেখ আদনান আফিয়নী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে সিরিয়ার এন্ডোমেন্টস মন্ত্রণালয় ঘোষণা করেছে, দামেস্কের মুফতি আদনান আফিয়নী সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে: সন্ত্রাসীরা মুফতি আদনান আফিয়ানী’র গাড়িতে এই বোমা ফিট করে রেখেছিল।

সিরিয়ার এনডোমেন্টস মন্ত্রক গুরুত্বারোপ করে বলেছে, শেখ আদনান আফিয়ানী সিরিয়া এবং ইসলামী বিশ্বের অন্যতম বড় আলেম ও পণ্ডিত ছিলেন।

এখনও পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি। iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* :