IQNA

প্রধানমন্ত্রী হিসেবে নিজের ছেলেকে নিয়োগ দিলো বাহরাইনের রাজা

21:46 - November 13, 2020
সংবাদ: 2611804
তেহরান (ইকনা): বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আলে খলিফাকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দেশটি রাজা নিজ ছেলেকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দিয়েছে।

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আলে খলিফার মৃত্যুর পর রাজকীয় ফরমান জারি করে শেখ সালমান বিন হামাদ আলে খলিফাকে দেশটির নতুন প্রধানমন্ত্রী করা হয়েছে। মৃত প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান নতুন খলিফা সালমান বিন হামাদ আলে খলিফার চাচা ছিলেন।

বাহরাইনের ৮৪ বছর বয়সী প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আলে খলিফা মারা যাওয়ার পর দেশটিতে এক সপ্তাহের সব ঘোষণা করা হয়েছে। ১৯৭০ সাল থেকে বাহরাইনের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন এবং তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়কার প্রধানমন্ত্রী।

বাহারাইনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সালমান বিন হামাদ আলে খলিফা আমেরিকা এবং ব্রিটেনে লেখাপড়া করেছেন। তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি অর্জন করেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে বাহরাইনের ফার্স্ট ভাইস প্রাইম মিনিস্টার এবং দেশটির সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার ছিলেন তিনি। iqna

 

captcha