IQNA

আফ্রিকায় আল-কায়েদার নতুন নেতা নিয়োগ

20:54 - November 22, 2020
সংবাদ: 2611851
তেহরান (ইকনা): সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার আফ্রিকার উত্তরাঞ্চলীয় শাখার প্রধান “আবদুল মালিক দ্রুকডাল” নিহত হওয়ার পর এই দলের নতুন নেতাকে নিয়োগ দেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক চরমপন্থি গ্রুপে ওয়েবসাইট ট্র্যাকিং ঘোষণা করেছে: জুন মাসে ফরাসি সেনাদের এক অভিযানে আফ্রিকার উত্তরাঞ্চলীয় নেতা নিহত হয়। ইসলাম পশ্চিম শহর নামক এলাকার আল-কায়েদার পক্ষ থেকে এই সন্ত্রাসী দলের প্রাক্তন নেতার লাশের ভিডিও প্রকাশিত হয়েছে।

ফরাসী সেনাবাহিনী প্রায় সাত বছরের চেষ্টা করার পরে চলতি বছরের জুনে আফ্রিকার উপকূলীয় মালি প্রজাতন্ত্রে এই দলের নেতা আবদুল মালিক দ্রুকডালকে হত্যা করতে সক্ষম হয়েছে।
ইসলামী মাগরেব আল-কায়েদার শাখা ঘোষণা করেছে: দ্রুকডালের মৃত্যুর পর “শেখ মুজাহিদ ইয়াজিদ মোবারক” নামে আরেকজন আলজেরিয়ান যিনি "আবু উবায়দাহ ইউসুফ আল-আনাবী" নামে পরিচিত, তাকে এই দলের নেতা হিসেবে বেছে নিয়েছে।

আলজেরিয়ার জঙ্গি “আবু উবায়দাহ ইউসুফ আল-আনাবী” আদ-দাওয়া সালাফি গ্রুপের প্রাক্তন সদস্য। এই শীর্ষ সন্ত্রাসীকে মার্কিন তথাকথিত ব্ল্যাকলিস্ট "আন্তর্জাতিক সন্ত্রাসীদের” তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। আল-আনাবী ইসলামী মাগরেব আল-কায়েদার গণমাধ্যমের দায়িত্ব পালান করেছে। iqna


captcha