IQNA

'আসছে করোনার নিরাপদ ইরানি ভ্যাকসিন'

0:01 - December 14, 2020
সংবাদ: 2611956
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা বিষয়ক মন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, তার সরকার ইরানি জনগণের জন্য করোনাভাইরাসের সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন সরবরাহ করবে। আজ (রোববার) রাজধানীতে এক অনুষ্ঠানে নামাকি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “ইরানের বিজ্ঞানীরা ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। বিষয়টি সারাবিশ্ব আগামী বসন্তের মধ্যেই জানতে পারবে। নামাকি বলেন, ইরান কোভিড-১৯’র ভ্যাকসিন উৎপাদন করবে।”

তিনি বলেন, “ইরানের জনগণের ওপর কোনো ভ্যাকসিন পরীক্ষা-নিরীক্ষা করার অনুমতি আমরা দেবো না। যারা ভ্যাকসিন তৈরি করছে তারা অন্য কোথাও হিউম্যান টেস্টিংয়ের কাজ করুক।”

এদিকে, আজ দিনের প্রথমভাগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি ২৪ ঘন্টার রিপোর্টে জানান, ইরানে আরো ২৪৭ জন করোনাভাইরাস সংক্রমিত রোগী মারা গেছেন। এ নিয়ে ইরানে করোনাভাইরাসে ৫২ হাজার ১৯৬ জন মারা গেলেন।
সূত্র: পার্সটুডে

captcha