IQNA

রবিবার মূল্যবান বক্তব্য রাখবেন সাইয়্যেদ হাসান নসরুল্লাহ 

0:05 - December 31, 2020
সংবাদ: 2612042
তেহরান (ইকনা): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব ২য় জানুয়ারি জেনারেল কাসেম সোলাইমানি ও আবু মাহদী আল-মোহনদেসের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মূল্যবান বক্তব্য পেশ করবেন। 
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ২য় জানুয়ারি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ব্রিগেডের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী আল-হাশদ শাবির সাবেক সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহানদেস প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার ২য় জানুয়ারি মূল্যবান বক্তব্য পেশ করবেন।
 
হিজবুল্লাহর মহাসচিব আগামী রোববার স্থানীয় সময় ১৮টাই তার বক্তব্য শুরু করবেন। সেদিন তিনি তাঁর বক্তব্যের একাংশে সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী এবং রাজনৈতিক বিষয়ে আলোকপাত করবেন।  iqna
 

 

captcha