তেহরান (ইকনা): জেনারেল কাসেম সুলাইমানি ও তাঁর সহযোদ্ধাদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাশ্মীরে শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। এসময় র্যালীতে অংশগ্রহণকারীরা আমেরিকার এই সন্ত্রাসী কাজের তীব্র নিন্দা জনায়।

ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস ও তাঁদের সহযোদ্ধাদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই শোক র্যালী প্রদর্শিত হয়েছে।
এই র্যালীতে অংশগ্রহণকারীরা "আমেরিকা নিপাত যাক” এবং “ইসরাইলরে পতন হোক” স্লোগান দিয়ে আমেরিকার এই সন্ত্রাসী কাজের তীব্র নিন্দা জানায়।
iqna