IQNA

0:02 - January 11, 2021
সংবাদ: 2612097
তেহরান (ইকনা): লালা টোলপান (টিউলিপ ব্লোসম) মসজিদটি রাশিয়ার অন্যতম বৃহত্তম মসজিদ, এটি অনন্য স্থাপত্যের জন্য বিখ্যাত।

লালা টোলপান মসজিদ, যার অর্থ টিউলিপ পুষ্প। এই মসজিদটি রাশিয়ার বৃহত্তম মসজিদ। উফা শহরে অবস্থিত মসজিদটির আধুনিক স্থাপত্যের কারণে এ শহর পর্যটকদের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত লাভ করেছে। লালা টোলপান মসজিদের দুটি মিনারের দৈর্ঘ্য ৫৩ মিটার। এই মসজিদে একসাথে ১০০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে। 
 
মসজিদটির নির্মাণ কাজ ১৯৯০ সালে শুরু হয় এবং টানা আট বছর নির্মাণ কাজ অব্যাহত থাকার পর ১৯৯৮ সালে শেষ হয়। 
 
এই মসজিদের ডিজাইনার হলেন ওয়াকিল দেভলিয়াশিন। ২০০১ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাথে মুসলিম আলেমদের বৈঠকের পর এই মসজিদটি পরিচিতি লাভ করে।  iqna
 
 

نگاهی به معماری عجیب یکی از بزرگترین مساجد روسیه+ فیلم

 

نگاهی به معماری عجیب یکی از بزرگترین مساجد روسیه+ فیلم

 

نگاهی به معماری عجیب یکی از بزرگترین مساجد روسیه+ فیلم

 

نگاهی به معماری عجیب یکی از بزرگترین مساجد روسیه+ فیلم

 

نگاهی به معماری عجیب یکی از بزرگترین مساجد روسیه+ فیلم

 

نگاهی به معماری عجیب یکی از بزرگترین مساجد روسیه+ فیلم

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: