IQNA

কাবুলে ইতালীয় দূতাবাসের গাড়ির পথে বিস্ফোরণ

20:19 - January 26, 2021
সংবাদ: 2612162
তেহরান (ইকনা): গতকাল সকালে কাবুলে ইতালীয় দূতাবাসের কর্মীদের বহনকারী একটি গাড়ীর পথে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
কাবুল পুলিশ জানিয়েছে, গতকাল সকালে ইতালীয় দূতাবাসের একটি সাঁজোয়া গাড়িতে লাইন মাইন দ্বারা হামলা চালানো হয়েছে। লাইন মাইন বিস্ফোরণের ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি, তবে দূতাবাসের গাড়ি এবং পাশ দিয়ে যাওয়া অর্থনীতি মন্ত্রণালয়ের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
সাম্প্রতিক মাসগুলোয়, আফগানিস্তানে অভ্যন্তরীণ যুদ্ধ তীব্রতর হওয়ার সাথেসাথে সেদেশের গুরুত্বপূর্ণ শহরে ম্যাগনেটিক মাইন বিস্ফোরণ এবং লক্ষ্যবস্তু হত্যাকাণ্ড নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছ। এপর্যন্ত ল্যান্ডমাইন এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো সাধারণত সুরক্ষা কর্মকর্তা, সরকারী কর্মকর্তা, সাংবাদিক এবং নাগরিক সমাজকর্মীদের টার্গেট করে চালানো হয়েছে। তবে সহিংসতার নতুন ধারার মধ্যে এই প্রথম কোনও কূটনৈতিক যানবাহনকে টার্গেট করা হয়েছে।
 
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদোস ফারামার্জও গতকালের ঘটনার বিষয়ে বলেন: কাবুলের সেকেন্ড পারওয়ানের চতুর্থ অঞ্চলে স্থানীয় সময় সকাল সাড়েটার দিকে রাস্তায় পুতে রাখা ল্যান্ডমাইনে ল্যান্ড ক্রুজার গাড়ির ধাক্কা লাগে। তিনি আরও জানান, এই ঘটনায় কোনও হতাহত হয়নি, তবে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
 
আফগানিস্তানে সাম্প্রতিক মাসগুলোয় প্রায় প্রতিদিনই ল্যান্ডমাইন বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটেছে। রবিবার আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কর্মচারীদের বহনকারী একটি গাড়িতেও ম্যাগনেটিক মাইন বিস্ফোরণ হয়েছে। এতে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। 
 
এধরণের সহিংসতা বৃদ্ধি পাওয়ার পর আফগানিস্তানের প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ, প্রতিদিনের নিরাপত্তা সভার বিষয়ে একটি প্রতিবেদনে তার অফিসিয়াল ফেসবুক পেজে উদ্বেগ প্রকাশ করে বলেছেন: শীঘ্রই লাইন মাইনের সমস্যা সমাধান করা হবে। 
 
যদিও আফগান সরকার ল্যান্ডমাইন বিস্ফোরণসহ সমস্ত নিরাপত্তাহীনতার জন্য তালেবানকে দোষী করেছে, তবুও এই দলটি এ জাতীয় বেশ কয়েকটি বোমা হামলার দায় স্বীকার করেনি। কাবুলে গতকালের ঘটনার জন্য এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। iqna
 
 
captcha