তেহরান (ইকনা): ইরাকের সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির কমান্ড এক বিবৃতিতে বলেছেন: এক বিশেষ অভিযানে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মুফতি ও আত-তার্মিয়ার গভর্নর নিহত হয়েছে।

এই বিবৃতিতে আরও বলা হয়েছে: বাগদাদের উত্তরাঞ্চলে হাশদ আশ-শাবির এই অভিযানে দায়েশের মুফতি ও আত-তার্মিয়ার গভর্নর নিহত হয়েছে।
অপর এক অভিযানে হাশদ আশ-শাবির অধীনস্থ তার্মিয়া রেজিমেন্টের সৈন্যদের সাথে দায়েশের সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। এসময় দায়েশের তিন জন নিহত হয়েছে।
এই বিবৃতিতে আরও বলা হয়েছে: এই সংঘর্ষের ফলে রেজিমেন্টের তিন সদস্য শহিদ এবং দুই জন আহত হয়েছেন।
https://iqna.ir/fa/news/3955191