IQNA

ইহুদি উৎসবের জন্য আজানে নিষেধাজ্ঞা ইসরাইলের

0:04 - February 28, 2021
সংবাদ: 2612361
তেহরান (ইকনা): অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের হেবরনের ইবরাহিমি মসজিদে আজানে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল। ইহুদি ধর্মীয় উৎসব পুরিম উদযাপনের জন্য শুক্রবার এই নিষেধাজ্ঞা দেয়া হয়।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের নিষেধাজ্ঞার এই আদেশকে ‘ধর্মযুদ্ধের আহ্বান’ হিসেবে বর্ণনা করে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসঙ্ঘের সংশ্লিষ্ট সংগঠনের কাছে ধর্মীয় পবিত্র স্থান রক্ষায় আইনি ও নৈতিক দায়বদ্ধতা পালনের দাবি জানিয়েছে।
 
মসজিদের পরিচালক শেখ হেফজি আবু সিনিনা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত তার কার্যকর থাকবে।
captcha