IQNA

২০২১ সালের রমজান মাসেও ওমরাহ বাতিল

20:52 - March 13, 2021
সংবাদ: 2612447
তেহরান (ইকনা): সৌদি আরবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব তীব্রতর হওয়ার জন্য আগামী মে মাস পর্যন্ত সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হওয়ার কারণে আসন্ন রমজান মাসে ওমরাহ পালিত হচ্ছে না।

২০২১ সালে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে ১১ অথবা ১২ই এপ্রিল।
 
সৌদি আরবে আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ার সাথে সাথে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের রমজান মাসে ওমরাহ পালনের আশা পূরণ হচ্ছে না।
 
সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটি কর্তৃক জারি করা সর্বশেষ সুপারিশ অনুসারে, সেদেশের সকল আন্তর্জাতিক ফ্লাইট ১৭ই মে পর্যন্ত স্থগিত থাকবে।
 
এ জন্য টানা দুই বছর সৌদি আরবের বাইরের মুসলমানরা পবিত্র রমজান মাসে ওমরাহ করার সুযোগ থেকে বঞ্চিত হবে।
 
২০২০ সালে, করোনাভাইরাসেরে প্রার্দুভাব এতটাই মারাত্মক হয়েছিল যে সৌদি আরবে বসবাসকারী লোকেরাও ওমরাহ পালনের অনুমতি পায়নি।  কারণ স্থানীয় কর্তৃপক্ষ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে অতি স্বল্প পরিসরে নামাজ আদায় করা হয়েছিল এবং ওমরাহ বন্ধ ছিল।
 
করোনার হ্রাসের পরে সৌদি কর্তৃপক্ষ ২০২০ সালের ৪র্থ অক্টোবর স্থানীয় হজযাত্রীদের জন্য ওমরাহ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এরপরে আন্তর্জাতিক বিমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং ২০২০ সালের ৫ম নভেম্বর থেকে বিদেশ থেকে আসা জিয়ারতকারীদের পর্যায়ক্রমে ওমরাহ পালন করার অনুমতি দেয়।
 
তবে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবে বৃটেন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার অনুরূপ ভাইরাস দেখা যাওয়ার পরে আবার আন্তর্জাতিক বিমানসমূহ নিষিদ্ধ করা হয়েছে।
 
এর আগে, সৌদি আরব ২০২১ সালের ৩১শে মার্চ পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছিল, তবে নতুন সিদ্ধান্ত গ্রহণের পর নিষেধাজ্ঞার মেয়াদ ১৭ই মে পর্যন্ত বাড়ানো হয়েছে।iqna
 

 

captcha