তেহরান (ইকনা): মিশরের প্রসিদ্ধ ক্বারি আব্দুর বাসিত আব্দুস সামাদের পুত্র তারিক আব্দুল বাসিত তার ফেসবুক পেজে “শিশুদের জন্য কুরআনের শিক্ষক” নামক এক পেজ চালু করেছেন বলে জানিয়েছেন।

ফেসবুকে এক বার্তায় তিনি বলেছেন: শেখ আবদুল বাসিত আবদুল সামাদের কণ্ঠে “শিশুদের জন্য কুরআন শিক্ষক” নামক একটি পেজ ১০ম মার্চ চালু করা হয়েছে।
শেখ আবদুল বাসিত আবদুল সামাদ মিশরসহ আরব ও ইসলামী বিশ্বের অন্যতম বিখ্যাত ও খ্যাতনামা ক্বারি। তাঁর উচ্চমান ও মনোরম কণ্ঠ ও তিলাওয়াতের অনন্য পদ্ধতির কারণে তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে আছেন।
ইসলামিক বিশ্বের এই বিখ্যাত ক্বারি তাঁর ভাল কণ্ঠের কারণে "গোল্ডেন কণ্ঠস্বর" এবং "ভয়েস অফ মক্কা" নামে পরিচিত ছিল।iqna