IQNA

ইন্দোনেশিয়ায় গির্জায় বোমা বিস্ফোরণ

11:19 - March 28, 2021
সংবাদ: 2612526
তেহরান (ইকনা): ইন্দোনেশিয়ার সাউথ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাস্সারে ক্যাথলিকদের একটি গির্জার বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ রবিবার ওই বোমা বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন মানুষ হতাহত হয়েছে।

মাক্স্সার শহরের পুলিশ জানিয়েছে, গির্জার বাইরে বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। তবে ঠিক কতজন মারা গেছে এবং আহতের সংখ্যা কত, তা এখনো জানা যায়নি।
 
জানা গেছে, বোমা বিস্ফোরণের সময় ক্যাথলিক গির্জাটির ভেতর লোকজন প্রার্থনা করছিল। দক্ষিণ সুলায়েশি পুলিশের মুখপাত্র ই. জুলপান বলেন, ঘটনাস্থলে মানুষের শরীরের বিচ্ছিন্ন অংশ দেখা গেছে। বেশ কয়েকজন হতাহত হয়েছে।
 
তবে এটি আত্মঘাতী বোমা হামলা নাকি বোমা বিস্ফোরণে সাধারণ মানুষের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে, তা এখনো জানা যায়নি।
 
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের শরীরের ছিন্নভিন্ন অংশ যেখানে পড়ে আছে, তার পাশেই বেশ কিছু গাড়ি পার্কিং করে রাখা আছে। পার্কিংয়ে থাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। iqna
captcha