IQNA

বিন সালমান ও আল-কাজেমির বৈঠকে কি হয়েছে? + ছবি

0:02 - April 01, 2021
সংবাদ: 2612539
তেহরান (ইকনা): সৌদির ক্রাউন প্রিন্স বিন সালমানের সাথে সাক্ষাত করতে গতকাল  ইরাকের প্রধানমন্ত্রী সৌদি আরব ভ্রমণ করেছেন।
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাজেমি রিয়াদ বিমানবন্দরে প্রবেশের পর সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমান তাকে স্বাগত জানায়। 
 
ইরাকি প্রধানমন্ত্রীর বিশেষ ফটোগ্রাফার রিয়াদ যাওয়ার পথে বিমানের ভিতরে আল-কাজেমির তোলা ছবি পোস্ট করেছেন। এতে দেখা গেছে সৌদি যুদ্ধ বিমান আল-কাজেমিকে নিরাপত্তা প্রদান করছে।
 
বিন সালমানের সাথে এই নজিরবিহীন বৈঠকে আল-কাজেমি এই অঞ্চলের সর্বশেষ ঘটনাবলী পর্যালোচনা করেছেন এবং দু'দেশের মধ্যে সহযোগিতা বাড়িয়ে তোলে এবং উভয় দেশের মধ্যে সমন্বয় কাউন্সিলের পর্যায়ে আলোচনা করেছেন।
 
এছাড়াও এই বৈঠকে আর্থিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের বিষয়ে মোট ৫ টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কাজেমির এই সফরে এটি অতি আকর্ষণীয় ছিল।
 
উল্লেখ্য যে, ইরাক-সৌদির সমন্বয় পরিষদের সদস্য এবং সরকারী দলের সদস্যদের বৈঠকটি ইরাকের অর্থমন্ত্রী আলী আবদুল আমির আল্লাভির প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে। iqna
 
 
captcha