কুরআন তিলাওয়াতের সময় উপস্থিত দর্শকমণ্ডলী তাকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন।
সাহীহ্ তা’য়লীমুল কুরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত এই ক্বিরাত সম্মেলনে বাংলাদেশ, ভারত, মিশর এবং ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের সম্মানিত ক্বারিগণ অংশগ্রহণ করেছেন।
ইরানে অনুষ্ঠিত ২৬তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানের অধিকারী সাইয়্যেদ জাওয়াদ হুসাইনি বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৮ সালে এই সম্মেলনে মনোমুগ্ধকর তিলাওয়াত করে দেশের কুরআনপ্রিয় মুসলিমদের হৃদয় জয় করেছন।
এই সম্মেলনের তিনি সূরা “রহমান” এবং সূরা “দুহা”র আয়াত তিলাওয়াত করেছেন। তিলাওয়াতের কিছু অংশ বার্তা সংস্থা ইকনার দর্শনার্থীদের জন্য পেশ করা হল:
iqna