IQNA

5:11 - May 06, 2021
সংবাদ: 2612736
তেহরান (ইকনা): মিশরের প্রসিদ্ধ ক্বারি শাহাত মুহাম্মাদ আনোয়ার এবং তার ছেলেদের সুললিত কণ্ঠে “লাইলাতুল ক্বদরের” আয়াতের তিলাওয়াতের ভিডিও সামাজিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

এই ভিডিওতে শাইখ মুহাম্মাদ আনোয়ার এবং তার দুই ছেলে শাহাত মুহাম্মাদ আনোয়ার এবং আনোয়ার শাহাত মুহাম্মাদ আনোয়ারের সুললিত কণ্ঠে “লাইলাতুল ক্বদর”-এর আয়াত তিলাওয়াত করেছেন। বিশ্বখ্যাত এসকল ক্বারিদের মনোমুগ্ধ তিলাওয়াতটি প্রচার করা হল:

iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: