IQNA

কাবুলে জুমার নামাজে বিস্ফোরণ, ১২ জনের প্রাণহানি

0:02 - May 15, 2021
সংবাদ: 2612788
তেহরান (ইকনা): আফগান পুলিশ ঘোষণা করেছ, কাবুলের উত্তরে শাকির ডেরা জেলার "হাজি বাখশী" মসজিদে গতকাল জুমার নামাজ চলাকালীন সময়ে বোমা বিস্ফোরণে মসজিদের পেশ ইমামসহ মোট ১২ জন নিহত হয়েছেন।

আফগানিস্তানে রমজান শেষ হতে না হতেই সন্ত্রাস ফিরল। শুক্রবার ঈদের দিনেও ভয়াবহ বিস্ফারণে কেঁপে উঠল উত্তর কাবুলের একটি মসজিদ। এতে অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামারজ বলেন, দেশটির উত্তর কাবুলের শাকির ডেরা জেলার ওই মসজিদের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল একটি শক্তিশালী বোমা। শুক্রবার জুমায় প্রার্থনার জন্য মসজিদে মুসল্লিদের সমাগম হতেই বোমাটি ফেটে যায়। এ ঘটনায় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ফেরদাউস ফারামারজ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জন মারা গেছে। মসজিদটির ইমামও মারা গেছেন। বিস্ফারণে আরো ১৫ জন আহত হয়েছে।

পবিত্র রমজান মাসে তালেবান ঘোষিত যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা জঙ্গিগোষ্ঠী এই বিস্ফারণের দায় স্বীকার করেনি। iqna

captcha