IQNA

কায়রোয় ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সফর

20:36 - May 31, 2021
সংবাদ: 2612886
তেহরান (ইকনা): রোববার মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ্ হাসান শুক্রি কায়রোতে সফররত ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সাথে বৈঠক করেন। বৈঠকে তাঁরা ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ২০০৮ সালের পর এটাই প্রথম কোনো ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী মিসর সফর।

এর আগে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে ফিলিস্তিন-ইসরাইল শান্তি-প্রক্রিয়ার অচলাবস্থা ও কয়েকদিনের যুদ্ধে বিধ্বস্ত গাজার পুনর্গঠন নিয়ে আলোচনা হবে। তা ছাড়া, বৈঠকে ফিলিস্তিন প্রশ্নে মিসরের অবস্থান পুনরায় তুলে ধরা হবে। মিসর বরাবরই ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ও পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে।

উল্লেখ্য, গত ১০ মে থেকে ইসরাইল ও ফিলিস্তিনের গাজা অঞ্চলের হামাসের মধ্যে গুরুতর সংঘর্ষ ঘটে। এতে দু’পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়। তবে, গাজায় মৃতের সংখ্যা ছিল অনেক বেশি এবং সেখানে বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। গত ২১ মে মিসরের মধ্যস্থতায় দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। iqna

 

captcha