IQNA

20:01 - June 16, 2021
সংবাদ: 2612974
তেহরান (ইকনা): জেরুজালেমের মুফতি এক বিবৃতিতে ফিলিস্তিনে পবিত্র কুরআনের ভুল প্রিন্টকৃত পাণ্ডুলিপি বিতরণের ব্যাপারে সতর্কতা বার্তা দিয়েছেন।

জেরুজালেমের মুফতি শেখ মোহাম্মদ হুসেন ঘোষণা করেছেন: পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি মিশরের মিশর-সিরিয়া ইন্সটিটিউটের প্রিন্টিং হাউসে প্রিন্ট হয়েছে। ২০১৫ সালের ২৯শে এপ্রিলে প্রকাশিত এসকল পাণ্ডুলিপির লাইসেন্স নম্বর ৪০। এসকল পাণ্ডুলিপির ১৫৬ থেকে ১৮৭ (৩১ পৃষ্ঠা) পৃষ্ঠাসমূহ নেই।

তিনি গ্রন্থাগার, প্রিন্টিং হাউজ এবং যেসকল ব্যক্তিদের নিকটে ভুল প্রিন্টকৃত এই পাণ্ডুলিপিসমূহ সংরক্ষিত আছে, সেগুলো দ্রুত ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া আহ্বান জানিয়েছেন।
জেরুজালেমের মুফতি সর্বশেষে পবিত্র কুরআন মুদ্রণের সময় আরও সাবধানতা অবলম্বনের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: