 
                          
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পশ্চিম তীরের বিটা শহরের অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভে জায়নবাদী সেনারা হামলা চালিয়েছে।
এসময় জায়নবাদী সেনারা বিক্ষোভকারীদের মধ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং এরফলে কয়েক ডজন ফিলিস্তিনির শ্বসরোধ হয়ে যায়।
উল্লেখ্য যে, ফিলিস্তিনিরা প্রায় প্রতিদিনই তাদের অঞ্চলগুলিতে ইসরাইলি বসতি স্থাপন এবং পশ্চিম তীরে প্রাচীর তৈরির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে এবং ইহুদিবাদী জঙ্গিরা ফিলিস্তিনিদের এসকল বিক্ষোভ পণ্ড করতে বিক্ষোভকারীদের উপর বুলেট, রাবার বুলেট এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
https://iqna.ir/fa/news/3979962