IQNA

ভিয়েনার মসজিদে ইসলাম বিদ্বেষীদের হামলা

13:57 - February 03, 2015
সংবাদ: 2802885
আন্তর্জাতিক বিভাগ: অস্ট্রিয়া’র রাজধানী ভিয়েনায় প্রথম ইসলাম বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে ইসলাম বিদ্বেষীরা একটি মসজিদে হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ভিয়েনা ইসলাম বিদ্বেষীরা ইসলাম বিরোধী মিছিলের পর উক্ত শহরের একটি মসজিদ হামলা চালায়। ইসলাম বিদ্বেষীদের এ দলটি জার্মানের পিগদা (পশ্চিমা ইসলামী করণের বিরুদ্ধে ইউরোপিয়ানদের দেশপ্রেম) নামক একটি দল ইসলাম বিরোধী এ বিক্ষোভের আয়োজন করে।
ইসলাম বিদ্বেষীদের এ বিক্ষোভ চলাকালীন সময়ে ইসলাম বিদ্বেষী বিরোধীরাও রাস্তায় জড়ো হয়ে ইসলাম বিদ্বেষীদের এ কর্মকে তীব্র নিন্দা জানায়।
ইসলাম বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে ইসলাম বিদ্বেষীরা একটি মসজিদে হামলা চালায় এবং আক্রমণকারীরা মসজিদের দেওয়ালে অপমানজনক উক্তি লিখে মসজিদের অবমাননা করেছে।
বিগত দু’মাসের মধ্যে অস্ট্রিয়ার বিভিন্ন মসজিদে ইসলাম বিদ্বেষীরা কয়েক বার হামলা চালায়।
অস্ট্রিয়ায় মোট জনসংখ্যা ৮০ লাখ এবং  প্রায় ৫ লাখ মুসলিম অধিবাসীর রয়েছে। যা মোট জনসংখ্যার ৬ শতাংশ। অস্ট্রিয়ায় ক্যাথলিক খ্রিস্টানের পর ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে পরিগণিত।
2801647

captcha