IQNA

ধ্বংসপ্রাপ্ত মসজিদে নামাজ আদায় করল বাহরাইনের মুসলমানেরা + ছবি

22:47 - March 08, 2015
সংবাদ: 2950062
আন্তর্জাতিক বিভাগ: বাহরাইনের যানজ নামক অঞ্চলে ৭ম মার্চে ধ্বংসপ্রাপ্ত ‘আল আলাভিয়াত’ মসজিদে যোহর ও আসরের নামাজ আদায় করেছে সেদেশের মুসলমানেরা।

বার্তা সংস্থা ইকনা: বাহরাইনের মুসলমানেরা গতকাল জামাত সহকারে ধ্বংসপ্রাপ্ত মানামা’র যানজ  অঞ্চলের ‘আল আলাভিয়ান’ মসজিদ এবং ওলী অঞ্চলের ‘এইনে রাস্তান’ মসজিদে যোহর ও আসরের নামাজ আদায় করেছেন। সেদেশের আলে খলিফার দমনমূলক নীতির ফলে এ দুটি মসজিদ সহ বহু মসজিদ ধ্বংস করা হয়েছে।
নামাজী ব্যক্তিরা এ মসজিদে নামাজ আদায় করেছেন এবং নামাজ শেষে শেখ আলী সালমান, আল ওয়াকফ ইসলামী সোসাইটির মহাসচিব সহ মানামার অন্যান্য নেতাদের মুক্তির আহ্বান জানিয়েছেন।
আলে খলিফার সামরিক বাহিনী ২০১১ সালে জরুরি অবস্থা ঘোষণার সময়ে ৩৮টি মসজিদ ধ্বংস করে। ধ্বংসপ্রাপ্ত ৩৮টি মসজিদের মধ্যে এ দু’টি মসজিদও রয়েছে।
নামাজী ব্যক্তিরা যোহর ও আসরের নামাজ শেষে আল আলাভিয়াত মসজিদের সম্মুখে মানব বন্ধনের মাধ্যমে শেখ আলী সালমানকে বন্দি করার জন্য প্রতিবাদ করেন এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
2945687

captcha