বার্তা সংস্থা ইকনা: ইরাকের জনগণ সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিভিন্ন ছবি তুলেছে এবং এ চিত্র প্রদর্শনী এ ছবির সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের যায়নাবিয়া শিয়া আন্দোলনের অন্তর্গত যুব বিষয়ক কেন্দ্রে উক্ত চিত্র প্রদর্শনী উদযাপন হয়েছে।
উক্ত প্রদর্শনীতে ইরাকের শিয়া ও সুন্নি মাজহাবের অনুসারীদের যৌথ উদ্যোগে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইলের প্রতিরোধের আলোকে গৃহীত চিত্র উপস্থাপন করা হয়েছে এবং এ চিত্র প্রদর্শনীকে তুরস্কের জনগণ ব্যাপক স্বাগত জানিয়েছে।
তুরস্কের শিয়া ওয়েবসাইটের এক সাক্ষাৎকারে আবু সালেহ মাহদী বলেন: সর্ব প্রথম একটি বিষয় উল্লেখ করব যে, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইলের বিরুদ্ধে ইরাকের শিয়া ও সুন্নি মাজহাবের অনুসারীগণ যৌথ ভাবে প্রতিরোধ করেছে। এমনকি এ যুদ্ধে বৃদ্ধ ব্যক্তিরাও অংশগ্রহণ করেছেন। ইরাকি আর্মি আইএসআইএলের হাত থেকে আমাদের একের পর এক শহরকে রক্ষা করেছে। কিছু কিছু মিডিয়ার দাবি বিপরীতে অর্থাৎ কোন ধর্মীয় পার্থক্য ছাড়াই সকলে একত্রিত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
এ চিত্র প্রদর্শনী উদযাপনের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য আমি তুরস্কের যায়নাবিয়া শিয়া আন্দোলনের প্রধান ‘সালাহ উদ্দিন উযঘুন্ডুয’কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
বলাবাহুল্য, সালাহ উদ্দিন উযঘুন্ডুযও এ প্রদর্শনী পর্যবেক্ষণ করেছেন।
2982034