বার্তা সংস্থা ইকনা: আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টারভিস ডেকসান ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে ক্যালিফোর্নিয়া মিডিয়া আর্কাইভে সংগৃহীত বিষয় সমূহের ওপর গবেষণা করে দেখেছে যে, আমেরিকার অধিকাংশ সংবাদ চ্যানেল মুসলমান ও অভিবাসীদের সন্ত্রাসী রূপে পরিচয় করাচ্ছে।
আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষক ও অধ্যাপক ডেকসান বলেন: সত্যিকার অর্থে বিশ্বের সংবাদ মাধ্যম যে সকল বিষয়ক উপস্থাপন করা হয় অনেক ক্ষেত্রে বাস্তব চিত্রের সাথে তার পার্থক্য রয়েছে।
এ গবেষণায় স্পষ্ট হয়েছে, সংবাদ মাধ্যমে প্রচারিত ৮১ শতাংশ সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড মুসলমানদের কর্তৃক সংগঠিত হয়েছে। অথচ আমেরিকার ফেডারেল পুলিশ (এফবিআই) প্রতিবেদন অনুযায়ী এই চিত্র শুধুমাত্র ৬ শতাংশ।
মুসলমানদের পাশাপাশি ল্যাটিন আমেরিকা ও আমেরিকায় বসবাসকৃত আফ্রিকানেরাও এ ষড়যন্ত্রের স্বীকার।
ডেকসান বলেন: আমি আফ্রিকান নাগরিক হয়ে আমেরিকায় বসবাস করছি এবং সমাজে ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমার ভালো ধারণা রয়েছে।
তিনি বলেন: জনগণ আমার মত বিভিন্ন অনুমান করেছে এবং করেছে। আম ছোট থেকে এ সমস্যার সম্মুখীন হয়েছি এবং বুঝেছি মিডিয়া অনেক শক্তিশালী। মিডিয়ার ব্যাখ্যা অগ্রগতির জন্য বাধা হয়ে দাড়ায় এবং এ সমস্যা সমাধান আরও কঠিনতর হয়।
3090462