IQNA

ইয়েমেনের যুদ্ধে অংশগ্রহণ করার ক্ষেত্রে পাক সংসদের নেতিবাচক রায়

11:22 - April 11, 2015
সংবাদ: 3122347
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের সাথে ইয়েমেনে হামলার সহযোগিতা করবে না পাকিস্তানের সংসদ। পাঁচ দিনের যৌথ অধিবেশনের পর এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব সর্ব সম্মত ভাবে অনুমোদন করেছেন পাক আইন প্রণেতারা।

বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি ইয়েমেনে সৌদি আরবের হামলার ব্যাপারে পাকিস্তানের সংসদ সদস্যদের একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠকে ইয়েমেনে হামলার জন্য সৌদি আরবকে সহযোগিতা না করার জন্য সকল সংসদ সদস্য রায় দিয়েছেন।
পাকিস্তানের সংসদ সদস্যরা এ সিদ্ধান্ত তখনই নিয়েছে যখন এ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রিয়াদ, ইসলামাবাদে অনেক চাপ প্রয়োগ করেছে।
এর পূর্বে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন: ইয়েমেনে যুদ্ধের জন্য পাকিস্তানের যোদ্ধা, রণতরী এবং সেনাবাহিনী দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সৌদি আরব।
পাক সংসদীয় বিরোধী প্রতিনিধি শীরিন মাযারী এ ব্যাপারে বলেন: ইয়েমেনের যুদ্ধ, আমাদের যুদ্ধ নয়। আমরা সরকারের নিকট, ইয়েমেনের বিরুদ্ধে পাক সেনাদের যুদ্ধে লিপ্ত না করার জন্য আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন: আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের পবিত্র সম্পদ সমূহকে রক্ষা করব। কিন্তু সৌদি আরবে অবস্থিত আমাদের পবিত্র সম্পদ সমূহ অক্ষত রয়েছে এবং থাকবে।
পাকিস্তানের অপর এক বিরোধী দলের নেতা ‘তাহের হোসেন মাশহাদী’ ইয়েমেনে সৌদি আরবের এ হামলার নিন্দা জানিয়েছে বলেন: সৌদি আরব আগ্রাসী এবং এ হামলার ফলে ইয়েমেনের নিরীহ মানুষ নিহত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনে হামলার জন্য সৌদি আরবে পাক সেনাদের সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আর এ ব্যাপারে পাক সংসদ রবিবারে জরুরি বৈঠক ডাকে এবং পাঁচ দিনের যৌথ অধিবেশনের পর পাক সংসদ সদস্যরা এ যুদ্ধে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছে।
3121200

captcha