আন্তর্জাতিক বিভাগ: উক্ত প্রদর্শনী হস্ত লিখিত কুরআন শরীফ ছাড়াও বেশ কয়েক ভাষায় অনুবাদকৃত কুরআন শরীফ এবং বেশ কয়েক শতাব্দীর পুরাতন দু’টি কুরআন দর্শনার্থীদের জন্য উপস্থাপন কর হয়েছে।
এ প্রদর্শনী ৫ম জানুয়ারিতে শুরু হয়েছে এবং একাধারে ১২ই এপ্রিল পর্যন্ত অব্যাহত ছিল।
টোকিও’র কুরআন প্রদর্শনী অনুষ্ঠান মঙ্গলবার ব্যতীত সপ্তাহের অন্যান্য দিনে সকাল ১০টা থেকে ১৮:৩০টা পর্যন্ত দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকত। এ প্রদর্শনীর টিকিট ৯০০ জাপানী ইয়েন (৯ ডলার) নির্ধারণ করা হয়েছিল।
জাপানী নাগরিকগণ এ প্রদর্শনীকে ব্যাপক স্বাগত জানিয়েছে এবং এ প্রদর্শনীর মাধ্যমে জাপানী নাগরিকগণ এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, চীন ও জাপানের ইসলামী সভ্যতার সাথে পরিচিত হয়েছে।
এ প্রদর্শনীতে প্রদর্শিত সবচেয়ে পুরাতন কুরআন শরীফটি সিরিয়ায় লিখিত প্রায় ৬০০ বছর পূর্বের এবং তারপর ফার্সি ভাষায় অনুবাদকৃত ৪০০ বছরের পুরাতন কুরআন শরিফ দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে।
এছাড়াও জাপানে অবস্থিত ইরানী কাউন্সিলার উক্ত কুরআন প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এবং এসময়ে তিনি প্রদর্শনের কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করেন।
3134264