IQNA

লেবাননে ইমামে জামানার (আ.) মা’কে নিয়ে নির্মিত প্রথম অ্যানিমেশন + ছবি

22:52 - April 24, 2015
সংবাদ: 3201341
আন্তর্জাতিক বিভাগ: ইরান ও ইরাকের সহযোগিতায় লেবাননে আসমানি ধর্ম সমূহের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি গুরুত্বারোপ করে ইমামে জামানার (আ.) মা ‘নারজিস খাতুন’কে নিয়ে প্রথম অ্যানিমেশন নির্মিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ৭৫ মিনিটের এ অ্যানিমেশনটি লেবাননের ‘কাশফাতুল ইমামুল মাহদী (আ.)’ নামক আঞ্জুমান এবং বৈরুত শিল্পকলা আন্তর্জাতিক কেন্দ্রের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে। এ অ্যানিমেশনটি নির্মাণ কর্মে সহযোগিতায় ছিল ইরানের ‘হাফত সাঙ্গ’ (সাত পাথর) ও ‘সুলুকে আফলাকিয়ান’ এবং ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.) এর পবিত্র মাযারের অন্তর্ভুক্ত উপগ্রহ নেটওয়ার্ক ‘ফাতিয়াতি কারবালা’ (কারবালার যুবকগণ) সহযোগিতা করেছে।
ইমামে জামানার (আ.) মা ‘নারজিস খাতুন’কে নিয়ে নির্মিত প্রথম থ্রিডি অ্যানিমেশনে আসমানি ধর্ম সমূহের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
এ উচ্চ মানের অ্যানিমেশন নির্মাণের ফলে আরবের অনেক অ্যানিমেশন প্রযোজকদের বিস্ময় করেছে এবং এটি পশ্চিমা দেশের নির্মিত অ্যানিমেশন থেকে কোন অংশ কম নয়।
কারবালার যুবক উপগ্রহ নেটওয়ার্ক প্রধান ‘ইয়াসেরুল হায়দার’ এ অ্যানিমেশন সম্পর্কে বলেন: এ অ্যানিমেশনটি বিশ্বের অন্যতম একটি অ্যানিমেশন। এ অ্যানিমেশনে ইমাম জামানার (আ.) মায়ের জীবনচিত্র তুলে ধরা হয়েছে।
3191079

captcha