IQNA

লেবাননের পণ্ডিত;

মুসলমানদের ঐক্য ও ভালবাসার প্রতি আমন্ত্রণ জানায় কুরআন ও ইসলাম

23:49 - May 04, 2015
সংবাদ: 3255052
আন্তর্জাতিক বিভাগ: লেবাননের আহলে সুন্নতের আলেম এবং ‘কৌলানা ও আমাল’ এসোসিয়েশনের প্রধান শেখ আহমাদ আল-কুতান গুরুত্বারোপ করে বলেছেন: কুরআন ও ইসলাম, মুসলমানদের ঐক্য ও ভালবাসার প্রতি আমন্ত্রণ জানায়।

বার্তা সংস্থা ইকনা: লেবাননের ‘কৌলানা ও আমাল’ এসোসিয়েশনের সদর দপ্তরে আহমাদ আল-কুতান বলেন: কুরআন ও ইসলাম, মুসলমানদের ঐক্য, ভালবাসার, ভ্রাতৃত্ব, শান্তি ও সহনশীলতার প্রতি আমন্তণ জানায়।
তাকফিরি ও সন্ত্রাসী তথা আইএসআইএল ও আন নাসারা হুমকি দুর করার জন্য তিনি আরব ও ইসলাম ধর্মের অনুসারীদের নিকট এক হওয়ার আহ্বান জানিয়েছেন।
3249557

captcha