বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত এলাকার গণমাধ্যম থেকে এ খবর পাওয়া গিয়েছে। সৌদি আরবের সর্বোচ্চ শিয়া আলেম এবং দেশটির প্রধান বিরোধী নেতা আয়াতুল্লাহর শেখ নিমরের ফাঁসী আগামী ২৫ রজব তথা ১৪ মে কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের ওহাবী মতাদর্শী সরকার।
উল্লেখ্য, এ দিনে সৌদি রাজতন্ত্রের সাবেক যুবরাজ শেখ নায়েফ বিন আব্দুল আজিজ আলে সৌদের মৃত্যু হয়। আর এ দিনেই সৌদি আরবের স্বৈরাচারী ও রাজতন্ত্রী সরকারের বিরোধিতা করায় দেশটির জনপ্রিয় ও বিপ্লবী নেতা এবং শীর্ষ আলেম আয়াতুল্লাহর শেখ নিমরের বিরুদ্ধে ফাঁসীর আদেশ কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
আয়াতুল্লাহর শেখ নিমর গত ৪ বছর পূর্বে সৌদি রাজতন্ত্রী সরকারের বৈষম্য ও জুলুমনীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আটক হন। সৌদি পুলিশের হাতে আটক হওয়ার পূর্বে তিনি বিভিন্ন সভা ও সমাবেশে যুবরাজ শেখ নায়েফ বিন আব্দুল আজিজ এবং অন্যান্য যুবরাজদের দুর্নীতি ও জনগণের সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। আটকের আগে রাজতন্ত্রী বিরোধী মিছিলে তার উপর গুলি চালানো হয়। তিনি গুলিবিদ্ধও হন কিন্তু সৌদি সরকার তার উপযুক্ত কোন চিকিৎসা করেনি। এমনকি সৌদি আরবের এ শীর্ষ আলেমের বিচার কার্যক্রমেও কোন ধরনের আইনি প্রক্রিয়া মানা হয় নি।
বিশ্লেষকদের ধরনা আয়াতুল্লাহর শেখ নিমরের ফাঁসী যদি কার্যকর করা হয়, তাহলে সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় শহরগুলোতে তীব্র অসন্তোষ ও বিক্ষোভ দেখা দিবে। এ বিক্ষোভে সৌদি আরবের নাগরিকদের মধ্যে পুঞ্জিভূত ক্ষোভ বেরিয়ে যেতে পারে, তখন তা সামাল দেয়া রাজতন্ত্রী সরকারের ক্ষমতার বাইরেও চলে যেতে পারে।
3261787