IQNA

ইরাকের বদর সংস্থার প্রধান

জনগণের সমর্থন ছাড়া ইরাকে আইএসআইএলকে জব্দ করা সম্ভব নয়

23:34 - May 08, 2015
সংবাদ: 3274331
আন্তর্জাতিক বিভাগ: সন্ত্রাস নিধন অভিযানে ইরাকের স্বেচ্ছাসেবক বাহিনীর পাশে সেদেশের আহলে সুন্নতের আশায়ারা সম্প্রদায়ের পাশে থাকার ব্যাপারে বদর সংস্থার প্রধান হাদী আল আমেরী বলেন: “জনগণের সমর্থন ছাড়া ইরাকে আইএসআইএলকে জব্দ করা সম্ভব নয়”।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের বাসিজের কার্যক্রম সম্পর্কে হাদী আল আমেরী বলেন: বর্তমানে ইরাকের বাসিজ একটি শক্তিশালী দল এবং বাসিজের সাহায্য ছাড়া আইএসআইএলের সাথে যুদ্ধ করে সফল হওয়া সম্ভব নয়। ইরাক এবং ইরাকের প্রতিরক্ষা বিভাগ শক্তিশালী হওয়ার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন।
তিনি আরও বলেন: আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য বর্তমানে ইরাকের পুলিশ ও সেনাবাহিনীরা সাথে জনগণও একসাথে হয়ে এ দলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সুতরাং জনগণের সংহতি বাস্তব রূপ ধারণ করেছে এবং এটাকে উপেক্ষা করা সম্ভব নয়।
হাদী আল আমেরী বলেন: ইরাকের ছোট-বড় সকল দলকে এক হয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ইসরায়েলি পরিকল্পনা হচ্ছে ইরাক ও সিরিয়াকে বিভক্ত করা। তবে ইরাকি জনগণ ইসরায়েলের এ পরিকল্পনাকে সফল হতে দেবে না।
3273268

captcha