বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের মুসলিম ওলামাগণ এক বিবৃতিতে গুরুত্বারোপ করে বলেছেন: সৌদি শাসক ইয়েমেনের সাধারণ জনগণের মধ্যে হামলা চালিয়ে ঐশ্বরিক ধর্ম ও আইন এবং আন্তর্জাতিক সকল মর্যাদা ও আইন লঙ্ঘন করেছে।
এ বিবৃতিতে ওলামাগণ ইয়েমেনের দুঃখজনক অবস্থায় কথা উল্লেখ করে বলেছেন: সৌদি আরব ইয়েমেনে পাশবিক আক্রমণ করে ইয়েমেনদের গণহত্যা করছে এবং আকাশ, সমুদ্র ও স্থাল পথগুলো অবরোধ করে রেখেছে।
ইয়েমেনের ওলামাগণ বিশ্বের সকল মুসলিম জাতি বিশেষ করে যে সকল দেশ সৌদি আরবকে সাহায্য করছে তাদেরকে এ হামলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে।
এ বিবৃতিতে ইয়েমেনের সকল প্রান্তের জনগণদের একত্রিত হয়ে সৌদির আগ্রাসনের মোকাবেলা করার প্রতি আহ্বান জানানো হয়েছে।
3287513